প্রিয় ভাত,
কতো স্বপ্ন ছিলো,
তুমি সিদ্ধ হয়ে
গেলেই কিউট একটা
মুরগির ডিম ভাজি
করে খাবো।
তোমাকে রাখার জন্য
সুন্দর একটা কাচের প্লেটও
ধুয়ে
রেখেছিলাম।
তোমাকে ডিমের
সাথে সুন্দর করে মাখবো
বলে একটু
আগেই নখ কেটেছি।
তুমি জানো
না,
কতো মেপে হিসেব করে
তোমার
পাতিলে পানি দিয়েছিলাম।
যেনো সে পানি তোমার জন্য
কম বা
বেশি না হয়।
কিন্তু শেষ পর্যন্ত আমার
ভুলে যাওয়ার কারণে
তোমাকে
আগুনে পোঁড়ে প্রাণ দিতে
হয়েছে!
বিশ্বাস করো, আমি তোমাকে
এভাবে
হত্যা করতে চাইনি।
আসলে আমারও
কোনো দোষ নেই।
সৃষ্টিকর্তা
পুরুষদেরকে ভাতের খবর
রাখার
যোগ্যতা দেয়নি।
এটা সৃষ্টিগতভাবে
নারীদের দেয়া হয়েছে।
আর তুমি তো
জানই,
ব্যাচেলরদের ঘরে কোনো
নারী থাকে না।
অতএব, আমাকে অভিশাপ
দিও না।
বিশ্বাস করো,
আমি তোমাকে অনেক
ভালোবাসি।
তোমার শোকে এখন
আমি একটার পর একটা
বিস্কিট খেয়ে
যাচ্ছি। কিন্তু আমি জানি,
বিস্কিট
কখনও তোমার স্থান দখল
পারবে না।
তাই বিস্কিটের প্যাকেট খালি
করেও
আমি তোমাকে বিন্দুমাত্র
ভুলতে
পারছি না।
তুমি আমার প্রিয়
রিজিক।
আমাকে ক্ষমা করে দিও।
ইতি-
ব্যাচেলরদের পক্ষে.
H,R,F
কতো স্বপ্ন ছিলো,
তুমি সিদ্ধ হয়ে
গেলেই কিউট একটা
মুরগির ডিম ভাজি
করে খাবো।
তোমাকে রাখার জন্য
সুন্দর একটা কাচের প্লেটও
ধুয়ে
রেখেছিলাম।
তোমাকে ডিমের
সাথে সুন্দর করে মাখবো
বলে একটু
আগেই নখ কেটেছি।
তুমি জানো
না,
কতো মেপে হিসেব করে
তোমার
পাতিলে পানি দিয়েছিলাম।
যেনো সে পানি তোমার জন্য
কম বা
বেশি না হয়।
কিন্তু শেষ পর্যন্ত আমার
ভুলে যাওয়ার কারণে
তোমাকে
আগুনে পোঁড়ে প্রাণ দিতে
হয়েছে!
বিশ্বাস করো, আমি তোমাকে
এভাবে
হত্যা করতে চাইনি।
আসলে আমারও
কোনো দোষ নেই।
সৃষ্টিকর্তা
পুরুষদেরকে ভাতের খবর
রাখার
যোগ্যতা দেয়নি।
এটা সৃষ্টিগতভাবে
নারীদের দেয়া হয়েছে।
আর তুমি তো
জানই,
ব্যাচেলরদের ঘরে কোনো
নারী থাকে না।
অতএব, আমাকে অভিশাপ
দিও না।
বিশ্বাস করো,
আমি তোমাকে অনেক
ভালোবাসি।
তোমার শোকে এখন
আমি একটার পর একটা
বিস্কিট খেয়ে
যাচ্ছি। কিন্তু আমি জানি,
বিস্কিট
কখনও তোমার স্থান দখল
পারবে না।
তাই বিস্কিটের প্যাকেট খালি
করেও
আমি তোমাকে বিন্দুমাত্র
ভুলতে
পারছি না।
তুমি আমার প্রিয়
রিজিক।
আমাকে ক্ষমা করে দিও।
ইতি-
ব্যাচেলরদের পক্ষে.
H,R,F
হাই
উত্তরমুছুন