সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাষ্কর্য vs মূর্তি এ সম্মপর্কে কোরআন কি বলে?

প্রশ্নঃ আসসালামুআলাইকুম। বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় হলো আদালত প্রাঙ্গন থেকে মূর্তি অপসারণ। অনেকে বলছে এটি একটি ভাষ্কর্য বৈ কিছু না। ইসলাম আসলে মূর্তি ও ভাস্কর্যের বিষয়ে কি বলেছে। এ দুটির মধ্যে আদৌ কোন মৌলিক পার্থক্য আছে কি না?  এ বিষয়ে কুরআন ও হাদিসের দলিল সহকারে জানলে আমরা আমাদের ঈমান রক্ষায় সফল হতে পারব।  ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। উত্তর ভাস্কর্য শব্দটা এসেছে ভাস্কর থেকে। ভাস্কর = ভাস (আলো) + কর অর্থাৎ যা আলো দেয় তাকে ভাস্কর বলে। এজন্য সূর্যের সমার্থক শব্দ ভাস্কর। এখানে আলো জ্ঞান অর্থেও ব্যবহৃত হয়। সে হিসেবে- যা জ্ঞান দেয় তাকেই ভাস্কর বলে। ভাস্কর্য হচ্ছে ঐ জিনিস, যার মাধ্যমে কোন শিল্পী কোন বিমূর্ত ধারনাকে মূর্তিমান করে। অর্থাৎ কোন মূর্তি থাকবে, যাকে দেখে হয়ত কোন ইতিহাস, ঘটনার কথা মনে পড়বে। অর্থাৎ মূর্তিটি কোন নির্দ্দিষ্ট মেসেজ বহন করবে বা জ্ঞান দিবে। অর্থাৎ ভাস্কর হচ্ছে, যিনি কোন বিমূর্ত ধারণাকে ইট,কাঠ,পাথর দিয়ে মূর্ত করেন তাকেই ভাস্কর বলে। এবং ভাস্কর্য হচ্ছে ঐ মূর্তি যা কোন নির্দ্দিষ্ট মেসেজ বহন করে। ভাস্কর্য অর্থটি ভাল করে বুঝে আ

ইসলাম ধ্বংসের চক্রান্ত

অতি রূপবতী এক মহিলা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এক ফাজিল এসে তার পেছনে গুতা মেরে তাকিয়ে রইল অন্যদিকে। মহিলা পেছনে তাকিয়ে যাকে জুতোপেটা করলেন ওই লোকটি ছিল নির্দোষ। কিন্তু কে দোষী আর কে নির্দোষ তা বুঝার মত অবস্থা ওই মহিলার ছিলনা। ফাজিল লোকটা এই দৃশ্য দেখে হাসছিল মিটিমিটি। কারণ সে তাকে বিব্রত করতে চেয়েছিল এবং তা করতেও পেরেছে সে। জৈন্তায় ভন্ডপীরের আবির্ভাব হটাৎ করে এত বাড়ল কেন, এবং কেনইবা তারা হামলা করে মাদ্রাসা ছাত্র হত্যা করার মত সাহস পেল তা কি চিন্তা করা উচিত নয়? খেয়াল করুন এই উপমহাদেশে ইসলাম বিরোধী শক্তি খুব সুচিন্তিত প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে। রোহিংগা নামক জনগোষ্ঠী কিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল তা আমাদের চোখের সামনেই। ভারত থেকে মুসলিম উৎখাত চলছে অনেকদিন যাবত। শ্রীলংকায় মুসলিম নিধন শুরু হয়ে গেছে। মালদ্বীপ থেকেও ষড়যন্ত্র চালাচ্ছে এরাই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাই বলতে পারবেন? পারবেননা। কেউ কেউ চাচ্ছেন বাংলাদেশে হামলা চালিয়ে কিছু করার চাইতে ভন্ডপীর এবং কওমিদের মধ্যে চলেন লাগাই কামড়াকামড়ি। অটোমেটিক ভাবে মাদ্রাসা ধংস হয়ে যাবে। সুশীল দের দিয়ে কওমি বিরোধতা করে খুব লাভ হয় নাই। উলটো ক্ষতি হয়েছে। ত